হে জীবন - এগিয়ে চলেছ তুমি দূর্বার বেগে
ওই মোহনাকে অভিমুখ করে,
আমারে করেছ বাহন -
তুমি যার হয়েছ সারথী ।


পারনা কি একটুকু থমকে দাঁড়াতে তুমি,
একটু চললেই না হয় বিলম্বিত লয়ে ?
দেখতে পাওনা কি তুমি -
এখনও তো কত কাজ রয়ে গেছে বাকি!


বড়ই ছোট্ট এই মানব জীবন
পথে তার কত যে খাদ আর খাঁড়ি,
বাঁকে বাঁকে পড়ে রয় কাঁটা আর কত অন্ধকার গলি!
রক্তাক্ত পিচ্ছিল পথে জীবন সংগ্রাম !!


দুঃখগুলো ভোলা বাকি, কারও রাগ কারও বা মান ভঞ্জন করা বাকি
কিছু হাসি কিছু গান আজও তো হয়নি জানা - রয়ে গেছে বাকি !
পারনা কি চলতে তুমি একটু শ্লথ হয়ে - ওগো সারথী আমার?


কেন যে বোঝনা তুমি –
ভুলে যেতে হবে ব্যথা, বাকি আছে কিছু কথা,
রয়ে গেছে আজও কিছু অজানারে জানা,
একটু চলোনা ধিরে – ওগো সাথী, সারথী, পথপ্রদর্শক আমার ...
পুর্ণ করে বাকি কাজ , পার্থিব আকর্ষন ছেড়ে -
মুক্ত হয়ে চলে যাবো ওই মোহনায়
তোমারই বাহন হয়ে তোমারই সাথে সাথে - হে মহাজীবন ।


পারনা কি একটুকু থমকে দাঁড়াতে তুমি,
একটু চললেই না হয় বিলম্বিত লয়ে ?
------------------------------------------------
অমিতাভ (২৫.৪.২০১৬) বাড়ি, বিকেল ৫-৩০