জীবন নদীর উজান বেয়ে
বয়েই চলেছে দেখি দুঃখরা শতত
বারে বারে হানছে আঘাত চোরাস্রোতে চলেছে বয়ে
অবিরাম প্রতিনিয়ত


ছোট্ট এই মানব জীবন -
গুমরে গুমরে মরে বড় অসহায় হয়ে
একে একে পাড় ভাঙ্গে  ঘুর্নির ঘোলা জলে
তারে নিয়েই দুঃখরা  খেলে পরতে পরতে


অবলীলায় খেলে যায় দুঃখরা যত - বড় অবহেলাভরে
অনিশ্চয়তার জালে, অশান্ত অস্থির করে দুঃখের জটাজালে
মনটাকে তার ভরে রাখে সীমাহীন স্বপ্ন মায়াজালে ...


ওরে দুঃখ - পার কি বলতে তুমি
কী পাও তুমি দুঃখগুলি দিয়ে?
অজান্তে অসময়ে বড় অবহেলা ভরে ?
ভেঙ্গে দিয়ে অগনিত - স্বপ্ন লড়াই যত
ভাসিয়ে অশ্রুজলে ?


কেন খেল এই নিঠুর খেলা
এমন নির্লজ্জ নিরাভরণ হয়ে ?


----------------------------
অমিতাভ (১১.৫.২০১৬) সকাল ৭-৩০