নই তো আগন্তুক আমি
আসিনি চাঁদ মঙ্গল কিংবা বহিরবিশ্ব হতে।


রক্ত আমারও লাল,
আনন্দে আমিও হাসি
বেদনায় অশ্রুই ঝরে অবিরত ।
হয়তো বা একটু অধিক কোমল হৃদয় ,
লিঙ্গভেদে নারী আমি – ইহাই তফাৎ।


তোমরা পারনা যা – আমি তাই করি,
ধারণ করি এ'মহা জীবন আমি লালণ করি তারে!
সংখ্যাতত্বেও তুমি আমি আপাত সমান।


আমারে রেখেছ তুমি অবগুন্ঠনে তুমি -
কেড়ে নিয়ে জোর করে যত অধিকার।
কিচ্ছু চাই না তো বেশি – চাই সমান অধিকার।
--------------------------------------
অমিতাভ (১০.৫.২০১৬)