কখন যে তুই ধিরে ধিরে
সরে গেলি দেহ ছেড়ে
মনের থেকে অনেক দূরে
জানতে দিলিনা।


খেলার মাঠে ধুলো কাদায়
আড্ডা পড়া হোলি খেলায়
হৈ হুল্লোড় রক বাজিতে
চায়ের কাপে ঠোঁটের ধোঁয়ায়,
গোলদীঘির ওই আবছায়াতে
প্রেম চুমু আর বিনোদনে -
মজিয়ে দিয়ে কখন যে তুই
চুপিসাড়ে গেলি সরে !
জানতে দিলিনা।


হঠাৎ যেন একটু ক্ষেয়াল
তাকিয়ে দেখি আগু পিছু
কোত্থাও নেই তুই।
হাত বাড়িয়ে ডাকি তোরে
'ওরে ওরে আমায় তুই যাস না ছেড়ে'
শুনশান দুপুরের মত শুনি শুধুই হাহাকার ...


আমার বড় সাধের বাচ্চাবেলা
ধুলো মাখা, পুতুল খেলা
মায়ের কোলে গল্প শোনা
ঘুম পরীরা কৈ ?


ওরা আজ ছবিও নয়
আয়নার ভেতরে ওরা
আর বাইরে আসে না !!


মন রাঙিয়ে মজিয়ে দিলি
কখন যে তুই সরে গেলি,
এই দেহ আর মনকে ছেড়ে
আজ অনেক যোজন দূরে -
তুই জানতেও দিলিনা।
---------------------
অমিতাভ (২০.২.২০১৬) বাড়ি, সকাল ৭-১৫