তোকে যে আর যায়না দেখা
ওই টুকরো রঙিন বেবি ফ্রকে ।
বাণ ডেকেছে ভরা গাঙ্গে -
কি উচ্ছাস ওঁই আঁকেবাঁকে।


ভাঙ্গছে যে সব স্বল্প বেড়ি
উড়িয়ে কেতন কি সোল্লাসে,
যাস বয়ে তুই ক্ষরস্রোতে পাগলাঝোরা
ব্যকুল দুচোখ চেয়েই থাকে ।


শরীরি তোর ওঁই ঘোষনায়
কি ঔদ্ধত্ব উন্মাদনা,
উষ্ণ প্রস্রবনের যে তুই
ফুটন্ত বুদবুদের ফেনা ।


নিঃশব্দে সে দেয় যে জানান
আগ্নেয় এক বিষ্ফোরনের,
এখনই বা যখন তখন
ভাঙ্গবে যে পাড় জলোচ্ছ্বাসে ...


তোকে যে আর যায়না দেখা
ওই টুকরো রঙিন বেবি ফ্রকে ।
------------------------------
অমিতাভ ( ২৫।৫।২০১৬)