দিন ভর কোলাহল, খুন্নিবৃত্তির লড়াই করে দেহ মন,
করে কত জোরজার, আপোষ, পদলেহন, তাঁবেদারি
আরও কতই না করে জারিজুরি - মায়কি রাহাজানি চুরি !


রাত নামে, ধিরে ধিরে কোলাহল থামে
নিঝুম মধ্যরাতে নরমের ওপরে পিঠ
পাশাপাশি আমি আর তুলতুলে তুমি যে নরম
অন্ধকার মাঝে তার খেলে লুকোচুরি।


রাতের নিস্তব্ধতায় ঘুমিয়েছে ওরা -
পেটের ক্ষুধা, মুখের কথা,
আর হয়তোবা কিছু বাতুলতা।


জেগে ওঠে চোরাপথে পেটের নিচে ক্ষুধা,
চিরচির করে ...
তন্ত্রীতে শিরায় ওরা তোলে আলোড়ন।
জেগে ওঠে সরিসৃ্প – অসহিষ্ণু হিস হিস
মেলে তার লেলীহান জিভ।


নিকষ অন্ধকারে হাতের আঙ্গুলেরা
হয়ে ওঠে অনুসন্ধানি চোখ,
খুঁজে বেড়ায় ওরা অতি উৎসাহে
একে অন্যকে কাছে পেতে।


দিন ভর করে কোলাহল।
রাতের নিস্তব্ধতায় -
তন্ত্রীতে শিরায় ওরা তোলে আলোড়ন,
ক্ষুধারা করে চলে আমরণ বিচরণ
দিনের আলোর সাথে -
রাতের নিস্তব্ধতায় শিরায় শিরায় ...
----------------
অমিতাভ (২৯.৫.২০১৬)