এমন দিনে মনে পড়ে -
ধুলো কাদা মেখে গায়ে সোঁদা গন্ধ নিয়ে,
হাসনুহানার বন পেরিয়ে
গাঁয়ের পথে এঁকে বেঁকে চলেছি এগিয়ে ।


এমনই এক ঝোড়ো হাওয়ায় বৃষ্টি সেদিন ছিল
উড়ছিলো তোর আঁচলখানি হাওয়ায় এলোমেলো ...
হাতখানি তোর ধরা ছিল হাতে, উতল হাওয়ার মাঝে
দাঁড়িয়েছিলাম দুজনাতে - চাঁপা তলায় এসে
এমন বৃষ্টিভেজা ভোরে ...


ঝলমলে ঐ মুখখানি তোর বৃষ্টিফোঁটা চোখের পাতায়
লাজুক চোখের মিষ্টি হাসি শুধুই মনে পড়ে ...
-------------------------------------
অমিতাভ (১.৬.২০১৬) লেকের ধার, সকাল ৭-০০