তুমি যে আমার জীবন বৃত্তের
এক কেন্দবিন্দু ছিলে,
সে কথা আজ একা বসে বলি -
নিজেরেই আমি নিজে।
যদিও ভেবেছি বলেছি কত কথা
কতনা আবেগে আশ্বাসে,
তবে এতটা বুঝিনি আগে ।


বুঝিনি তো কখনও আগে
তুমি না থাকলে পাশে
এতখানিও ছন্নছাড়া -
হয়ে যেতে হবে আমাকে।


দ্বীপ্রহরের এই গ্রহন বেলায়
আমার অভিসার আজ একাকী অন্ধকারে ...


সবই তো রয়েছে বেশ আগের মতন
এক তুমি নেই পাশে
আছে স্বাধীনতা আছে আর সব যে যেমন,
তবু আজ কেন নেই কোনও স্বাদগন্ধ তার
এমন স্বাধীনতায়?
আরও যারা রয়ে গেছে খুবই আপনার
তারাও কেমন আজ –
দূর হতে দূরে ওরা ক্রমেই যায় সরে ...

স্বপ্নগুলো ঝরে যায় নির্ঝরিনীর জলে
তারে বয়ে নিয়ে যায় কোন অজ্ঞাত প্রবাহ
ওই ফল্গু ধারায় ...


বাউন্ডুলে এক বেদুইনের মন
চালচুলোহীন নেই  বিনোদন!
কেন বোধন বিসর্জনই বা কেন,
কেন পাইনা আর কোনও তফাৎ এখন
ওই তারা ভরা রাত আর অমানিশায়?


এ’সত্যটি আমি সত্যি বুঝিনি
তুমি পাশে থাকাকালে।
ঊষর মরুতে হেঁটে চলা এক
আমি দিশাহীন বেদুইন
বাউন্ডুলে এক ছন্নছাড়া
আমি উদাস বাউল ...
-----------------
অমিতাভ  (১৬.৬.২০১৬)