ভালই যদি বাস এত কিংবা কর শ্রদ্ধা ভক্তি প্রেম,
তবে অপেক্ষা কিসের এত জানাতে তাহারে?
আমৃত্যু অপেক্ষায় থাকি -  পেতে ফুলের স্তবক,
মালা কিংবা ক্ষনিকের একটুখানি নতমস্তক?


কে বলেছে দিতে তারে কেই বা চায় তারে আর -
মরণোত্তর ??
হায়, তবে কি ওই সহানুভূতি শ্রদ্ধা আনুগত্য যত,
শুধুই এক বা কয়েকটি দিনের জন্য ওই মরণের পর?


চাটুকারেরা কেমন  করেই চলেছে তার উদ্দেশ্য সফল,
নিস্পন্দ মৃতেরে - মালা , ধুপ দিয়ে, শ্রদ্ধা জানিয়ে
কিংবা মনকে স্বস্তি দেয় একটু মাথা নত করে -
কিছু ঋন শোধ করার আশায়!
জীবদ্দশায় তো একটি পাপড়ি দিয়েও তারে করনি সম্বোধন ??


লোকাচার ? না কি -
সভ্যতার লজ্জাহীন এক উলঙ্গ প্রকাশ ??
জীবদ্দশায় যারে ঘুরেও দেখনি একবার
শোননাই প্রয়োজন বাড়াওনি হাত,
মরণে ফুল দিয়ে তারে করোনা কি শুধুই অপমান?

ভালই যদি বাস এত কিংবা কর শ্রদ্ধা ভক্তি প্রেম,
তবে অপেক্ষা কিসের এত জানাতে তাহারে?
--------------------------------------
অমিতাভ (২১.৬.২০১৬) বাড়ি, সকাল ৯-০০