পায়ে পায়ে রাত বাড়ে বাদুড়ের পাখার নিচে - নিঃসঙ্গতায়
অশান্ত অস্থির মন, কেন ঘুমেরা আসেনা আর দুচোখে আমার?
ঘুমেরাও ছেড়েছে আমার ঘর - নিয়েছে বিদায়,
পায়ে পায়ে ওরাও গিয়েছে চলে এ'দেহের চৌকাঠ ছেড়ে।


চোখের জলেও ইদানিং হয়েছে আকাল
ওরাও আসেনা আ্‌র, তুমিও তো নেই আর সেই কবে থেকে!


নির্ঘুমে নিঝঝুম একাকী রাত্রির কোলে আমার অভিসার
রাতের বিছানো কালো আঁচলের নিচে ...


একদিকে নিস্তব্ধতা নামে রাতের গভীরে
অন্যদিকে ক্রমশ নিমগ্ন হই একাকীত্বের পঙ্কীল গহ্বরে,
সেতুবন্ধ হয়ে রয় অপার অশেষ শুধু অন্ধকার ...


বাতাসটা বড় ভারি লাগে কেমন ধোঁয়াশা ধোঁয়াশা
পোড়া গন্ধ নাকে আসে কেমন ঘর পোড়া ঘর পোড়া ...
-----------------------
অমিতাভ (২১.৬.২০১৬)