তুই যেন এক সাবান গোলা ফেনার বেলুন,
জলের ওপর বৃষ্টি পড়া রং বেরঙি বুদবুদ তুই ।
উজাড় করে চাই যে দিতে -
একটু একটু করে জমা এত্তগুলো ভালবাসা,
তারই সাথে অনেক অনেক রং মাখিয়ে প্রেমের নেশা ...


যেই না বাড়াই হাত দুখানি রাঙিয়ে নিয়ে রঙিন নেশায়
তখনই তুই ফুড়ুৎ চড়াই , অদৃশ্য সব বুদবুদেরা।


তবুও কেমন মনের কোণে না পাওয়ার যাতনা নিয়ে
ভাললাগার ইচ্ছেগুলো সুদেমূলে জমা হয়ে
ক্রমেই ওরা বাড়তে বাড়তে আকাশছোঁয়া হতে থাকে।


জানিনা তুই বুঝিস কিনা -
ওরে আমার  আপনভোলা  ক্ষামক্ষেয়ালি ফুড়ুৎ চড়াই
আপনমনে ভেসে চলা  রং বেরঙি বুদবুদ তুই ।
-----------------------------------------
অমিতাভ (১১.৭.২০১৬) লেকের ধার, বিকেল ৪-২০