এই - হাত খানি তোর বাড়িয়ে দিবি,
তুুই কি আমার বন্ধু হবি ?


তুই আমাকে আমি তোকে -
ছাড়ব না আর ছাড়ব নারে,
সুখ দুঃখ হাসি গানে, আনন্দ অভিমানে
রেশমি ধাগা দিয়ে যে হাত বাঁধব দুজনে।


দেখে নিস -
তুই আমি না এক সাথে ঠিক
কাটিয়ে দেব অগুন্তি দিন
ঝড় বাদলে শরৎ মেঘে সুখ বিষণ্ণতায় ।


ছাড়ব না আর ছাড়ব নারে
তুই আমাকে আমি তোকে,
শক্ত করে বাঁধি রে চল মানবতা আয় -
সুখে বাঁচি দুনিয়ায় ।


বল নারে তুই বল না আমায়
হাত খানি তোর বাড়িয়ে দিয়ে,
চাইবি কি তুই অমন করে
হতে বন্ধু তুই আমার ?
---------------------
আমিতাভ(১২.৭.২০১৬)