আমিতো উড়েছিলাম আপনার মনে
কালভ্রমর হয়ে, দুই ডানা মেলে -
ফুলে ফুলে পাতায় পাতায়।
হাওয়াদের সাথে দুলে ভেসে বেড়াতাম আমি
ফুলেদের সৌরভ নিয়ে – আপনার মনে মনে।


তুমিই তো পাপড়ি মেলে রং রূপ জৌলুস দিয়ে -
সুতীব্র আকর্ষনে হারালে আমায়।
পরাগদন্ড হতে রেনু মাখিয়ে দিলে দেহের
আনাচে কানাচে রোমে রোমে,
বিদ্যুতের শিহরণ ছড়িয়ে দিয়েছ তুমি সর্বাঙ্গে আমার।


আমারে করেছ তুমি অসহায় ক্রীতদাস
অনিন্দ রূপ আর সুগন্ধ ছড়িয়ে
মুগ্ধ করেছ তুমি, বন্দী হয়েছি আমি সুতীব্র বন্ধনে -
তোমার প্রেমময় মোহিনীমায়ায়,
দিয়েছিলে চুম্বন দংশন যৌন প্রহার।


আজ আমি নির্ঘুমে, পাগল তোমার প্রেমে
প্রেম কাম যৌনতার হয়েছি শিকার।


আমিতো উড়েছিলাম আপনার মনে
আমারে করেছ তুমি নিরুপায় অসহায়
আজ আমি কাঙ্গালি তোমার !!
---------------------
অমিতাভ (১৬.৭.২০১৬)