লাজলজ্জাগুলো যত -
ছিল সমীহ সম্ভ্রম আর মূল্যবোধের সাথে,
বিসর্জন দিয়েছি ওদের
ফল্গু তীরে বসে সব একসাথে।


এখন হয়েছি আমি উদ্ধত এক
মোটা চামড়ার বেহায়া আদপে।
শাষক আমার নাম শাসন আমার সিংহাসন
শোষনের চামর দোলাই ঐ সিংহাসনে বসে।


দিকে দিকে ধরণীর বুকের উপর
উড়িয়েছি বিজয় নিশান,
বড় নিপুন তুখোড় হাতে -
নিজেরে করেছি আমি সুপ্রতিষ্টিত,
দমন পীড়নের মত সঙ্গীদের নিয়ে সাথে।


সভাসদ পার্ষদ সকলেই আজ্ঞাবহ আমার,
মধ্যযুগিয় বর্বর সেই সামন্ততন্ত্রের ধ্বজা
সুদৃঢ়ভাবেই আজ করেছি সুপ্রতিষ্টিত।
কত নতুন মুখোশের নিচে কতনা বাহারি নাম নিয়ে,
সমাজতন্ত্র, ধনতন্ত্র, গনতন্ত্রের মত –
গালভরা নামের দস্তানার ভিতরে ভিতরে !!


শাষক আমার নাম শাসন আমার সিংহাসন -
শোষনের চামর দোলাই ঐ সিংহাসনে বসে।
---------------------
অমিতাভ (১২.৭.২০১৬)
** বর্তমান বিশ্বে দিকে দিকে আজও বৃহত্তর সংখ্যক দেশগুলিতে ভালভাবে লক্ষ করলেদেখা যায় শাষনের নামে আসলে শোষনই চলেছে বেশ পরকল্পিত ভাবে নানা আঙ্গিকে।যারা এই খেলায় ব্রতি তাদেরই উদ্দেশ্য করে এই লেখা, যত্নবান শাষন মোটেই ব্যবস্থাকে নয়।