ঝিরি ঝিরি বৃষ্টি ভেজা
ইলশেগুড়ি বাদল দিন।
ফোটায় ফোটায় বোঁটায় বোঁঁটায়
ভেজায় শরীর তপ্ত মন।
পাগল এ’মন রয় যে পড়ে
তোমায় ভেবে রাত্রি দিন।

চেয়ে দেখি আবছায়াতে
দুই নয়নের আঁখিপাতে
অমন বৃষ্টিস্নাত তনুখানি
কি তরঙ্গিত অপরূপ!
যেন আজ বরষায় জল থৈ থৈ
দুকুল ডোবা দুধ পুকুর!!


শান্ত দুপুর টাপুর টুপুর
পাগল এ’মন হারাতে চায়,
ডুব দিতে চায় জল থৈ থৈ
ওই পুকুরের খুব গভীর!!

মাতাল নেশায় পাগল এ’মন
যায় ছুটে ওই অতল তল,
চায় সে পেতে ওই গভীরের
সুরক্ষিত অন্তঃপুর!!


--------------------
অমিতাভ (৯.৮.২০১৬)