একদিন অবুঝ হয়ে যে ভুল করেছিলাম আমি ভালবেসে তোমায়,
ভালই করেছো তুমি , শুধরে দিয়েছো সেই ভুল
বেমালুম ভুলে গিয়ে, প্রেমের মঞ্চে খেলে - আজ ভুলেছ আমায়।
ভরিয়ে দিয়েছ তুমি হৃদয় আমার
দুহাত ভরে অফুরন্ত শূন্যতা অঞ্জলি দিয়ে।
কি নিপুণ হাতে খেলেছো তুমি প্রেম প্রেম খেলা !
ঝলমল পোষাকে মঞ্চে অভিনয় শেষে গ্রীনরুমে উলঙ্গ রাজা !
অভিনয়ে পটু হয়ে ভেবেছিলে তুমি - বড় স্বাভাবিক ভাবে,
এভাবেই চলবে বুঝি আমরণ এই প্রেম প্রেম খেলা।
ভুলে গেছ রাজার পোষাকেও হয় ছিদ্র অনেক ব্যবহারে সময়ের সাথে
তুমিও পারনি আর ধরে রাখতে তাদের
বেরিয়ে এসেছে ওরা উন্মুক্ত হয়ে রাজপথে সমক্ষে সবার।


ভালই করেছো তুমি
বেমালুম ভুলে গিয়ে শুধরে দিয়েছো সেই ভুল।
এতদিন পরেও অনেক হারিয়ে তাই
আজ আর নেই কোনও দ্বিধা সংসয়, নেই আর ক্ষেদ।
আমিও যে ভুলতে চাই যত ভুলে ভরা স্বপ্ন আমার।
শুধু জানতে চেওনা আর –
কারে নিয়ে হাসি কাঁদি কার জন্য বিচলিত হয় এই মন!
ভুলেই গিয়েছ যারে যৌবন নিয়ে খেলে
অঞ্জলি দিয়েছ ছুড়ে পুজার বেদিতে সেই ফুল।
ঘুরেও দেখোনা আর হারিয়েছ অধিকার,
কী হবে জেনে তার ভিটে মাটি মূল?


একদিন অবুঝ হয়ে যে ভুল করেছিলাম আমি ভালবেসে তোমায়,
ভালই করেছো তুমি , শুধরে দিয়েছো সেই ভুল
বেমালুম ভুলে গিয়ে প্রেমের মঞ্চে খেলে - আজ ভুলেছ আমায়।
----------------------
অমিতাভ(২৫.৮.১৬)