এই শোনো –
তুমি কি সত্যিই আমায় একেবারেই ভুলে গেলে?
নাকি কিছু কথা রয়ে গেছে আজও বুকের ভিতর, যা হয়নি বলা?
কোথায় যে গেলে তুমি রয়েছ কোথায়, কিচ্ছু জানিনা আজও এতদিন পরও!
খুঁজেই চলেছি আমি দিনে রাতে ঝড় জলে আলোয় আঁধারে, সেই কতদিন ধরে।
পাইনি আজও তো কোনও সাড়াটি তোমার, জানিনা কেমন আছো তুমি কোথায় কিভাবে ?


অপুরণীয় শূন্যতায় ভরে আছে মন আমার, গ্লানীময় বিষন্ন জীবন। তুমি নেই পাশে ...
এ’পৃথিবী আজ এক রং রূপ গন্ধহীন পোড়া ধুমকেতুর মত, দাঁড়িয়ে সমুখে আমার ...
এগিয়ে চলেছে সে আলোকের বেগে শেষ হতে কোনও এক কালান্ধকারে।
আমাকে করেছে তার নীরব আরোহি - মূক ও বধির।


দিন আর রাতগুলো আসে যায় পার হয়, বড় নীরস অর্থহীন লাগে, তুমি নেই পাশে...
এ বাঁচায় সুখ নেই, সুখ বুঝি অন্য কোথাও – ঠিকানা তার নেই আজ কাছে ।


পার যদি একবার বলে দিও তোমার কুশল সংবাদ হাওয়াদের কানে কানে –
ঠিক আমি জেনে নেব,  একাকী আজকাল আমাকে যে ওরা বড় ভালবাসে।
তুমিও জেনে নিও ওদেরই কাছ থেকে, আমি একদিন দেখো, ঠিক পৌঁছে যাব
তোমার ভালবাসাকে বাহন করে হাসিমুখে দুয়ারে তোমার।
যেখানেই থাকো তুমি খুব ভাল থেকো ,
ভেবোনা, আমি ঠিক পৌঁছে যাব দেখো - পায়ে পায়ে কাছেই তোমার ...  


জানিনা আজও তুমি সত্যিই কি ভুলে গেছ, নাকি বড় অসহায়
আমি যে আজও ভুলতে পারিনি তোমাকে !


----------------------------
অমিতাভ (৮.৮.২০১৬) বাড়ি, দুপুর ২-১৫