আমাকে করেছ তুমি অনড় অচল,
ছিনিয়ে নিয়ে প্রেম ভালবাসা বিশ্বাস – আমার প্রিয়া,
নিতান্ত অসময়ে এই অবেলায়।


আনন্দহীন তাই অতন্দ্র রাত্রিদিন,
বর্ণহীন গন্ধহীন নিষ্প্রান করেছ তুমি
আমার আসন্ন আগামির পথ।


কুয়াশাচ্ছন্ন দুর্গম অচেনা ওই পথ
আমাকে দিয়েছ তুমি
অসচ্ছ্ব লক্ষহীন এক বিচিত্র নীরস জীবন।


তুমি অন্তর্যামি - ধরনীর পালক তুমি
বুঝতে পারিনা আমি মুর্খ, স্থুলবুদ্ধি নিয়ে-
কেমন বিচার তোমার? কি বারতা দিতে চাও –
কেড়ে নিয়ে অবেলায় ষভ ভালবাসা প্রেম ?


কী চাও তুমি বলতো আমায়?
একছত্র প্রভূত্ব, আধীপত্য, নাকি আনুগত্য?
বলপ্রয়োগে কিংবা ভীতি প্রদর্শনে?


কী দোষ করেছে তবে যত অনাচারী, অপরাধি
বলাৎকারিরা এই পৃথিবীর বুকের উপর ??
তুমিও কি নয় ওই একাসনে বসে ???
--------------------
অমিতাভ (৭.৭.২০১৬) দুপুর ১২-১৫