ঝলমলে সোনারোদ উল্লসিত ধরা ...
পদ্ম দীঘির কালো জল ফুলে ফুলে ভরা ।
মেঘবালিকারা চলে আঁচল উড়িয়ে
দুর দুরান্তে নীল অসীম অনীলে ।


ফুলে ফুলে কুঞ্জবনে – গুঞ্জরে ভ্রমর ,
দোলা লাগে কাশবনে – এল যে শরৎ ।
বর্ষা শেষে চরাচর সবুজ সতেজ –
নুতনেরে দেয় ডাক ঘাসফুলে ফুলে ।


কোন সুরে বেজে ঊঠে হৃদয় বীনা
সপ্ন দেখে যে মন সৃজন্ উৎসবের ।
দুহাত বাড়িয়ে ডাকে নবীনা ধরনী
বকুল বিছানো পথে প্রেমের সরনী ।
আরও আরও প্রেম আছে ....
আরও যে  জীবন ,
আছে নতুন দিনের দিশা....
ওই ঘাসফুলে ফুলে।


ঝলমলে সোনারোদ উল্লসিত ধরা ...
পদ্ম দীঘির কালো জল ফুলে ফুলে ভরা ।
===================
অমিতাভ (২.০৮.২০১৩ )