তোকে ছাড়া আমি যে আর ভাবতে পারিনা
নিজেকে আর বন্দী করে আমি যে রাখতে পারিনা
শোনেনা বারন কোনও, যুক্তি তক্ক গল্প সে তো কিছুই  মানেনা
দুর্গা - তুই পথ বলে দে আমি যে পথ চিনিনা।


বড় অসহায় ভাসছি আমি ডুবতে পারিনা
বাঁচার যে আরও কত পথ, জেনেও জানিনা
বাঁচতে হলে মানতে হয় মেনেও মানিনা
দুর্গা - তুই পথ বলে দে আমি যে পথ চিনিনা।


এ’বাঁচার চাইতে মরণও ভাল, আমি যে মরতে জানিনা
কোনও আশাই নেই তবুও আশা ছাড়তে পারিনা
তোকে ছাড়া আমি যে আর ভাবতে পারিনা
দুর্গা - তুই পথ বলে দে আমি যে পথ চিনিনা।


বড় অসহায় ভাসছি আমি ডুবতে পারিনা
দুর্গা - তুই পথ বলে দে আমি যে পথ চিনিনা।
---------------------------
অমিতাভ (৭.১০.২০১৬)