ভোরের সূর্য পুব আকাশে সোনা রং মেখে গায়
ধুপ দীপ সুগন্ধ নিয়ে শঙ্খ ঘন্টাধ্বনির মাঝে
ঢাকের বাদ্যে ঘুম ভাঙ্গে আজ মাতৃবন্দনায়,
শারদীয়া এই মহেন্দ্রক্ষন আজ মহাষ্টমীর ভোর।
------------------------------------------


চারিদিকে আজ নিরবিচ্ছিন্ন ঢাকের আওয়াজ -
ধুপ দ্বীপ ঘন্টাধবনির সাথে মিলিত কন্ঠের আওয়াজ আসে কানে -


" নমঃ শ্রী শ্রী দুর্গা দেব্যৈ নমঃ
.............................
নমস্তস্বৈ নমস্তস্বৈ নমস্তস্বৈ নমো নমহঃ "


এই মহামিলন যেন অক্ষয় হয়, অশান্ত হৃদয় যত শান্ত হোক সুমতি হোক, হোক নির্মল, সকল হৃদয় একাত্ম হোক, গেয়ে উঠুক জীবনের জয়গান।
---------------------------------
অমিতাভ (৯.১০.২০১৬)