কারে যে তুই বন্দী করিস  কারে বা দিস ছেড়ে
কার লাগি মন তোর উচাটন আনন্দ তোর কিসে?
কখনও তুই কেঁদে মরিস বিরহ বিষাদে
আবার তোরেই দেখি বাঁধনহারা উল্লাসে উচ্ছাসে !


জানিস কি তুই ওরে অবুঝ
একটু চেয়ে দেখ ফিরে তুই তোর অন্তরের গভীরে,
ওরা আর কেহ নয় দেখ না চেয়ে ওরা তোরই নানান ছায়া
কখনও আলোয় আলোময় ওরা কখনও বিষন্নতার ছায়ায়।


জীবন নদীর পারে বসে দেখ চেয়ে তার প্রবাহকে
কখনও সে শীর্ণকায়া কখনও ভয়াল,
কখনও সে শান্ত নদী সুর তুলে সে নির্ঝরিনী
কখনও বা স্রোতস্বিনী উন্মাদ উত্তাল !


দেখ চেয়ে তুই জীবনটাকে কত না আভূষন পরে
লাল সবুজ নীল কালো সাদা, হাসি কান্নার মুখোস আঁটা
এই দেখি তার অবগাহন সুখ সাগরে ডুবে,
ঠিক পরে তার লুকিয়ে আছে অতল অন্ধকার – তোমার আমার!
--------------------------
অমিতাভ (৯.১০.২০১৬)