বয়েই চলেছ তুমি অবিরাম একান্তে নির্ঝরিনী হয়ে
সুর তাল প্রেম নিয়ে নূপুরের নিক্কনে - কল কল রবে,
নিশিদিন আমি তারে শুনেই চলেছি শুধু বুক ভরা জৈষ্টের শুষ্কতা নিয়ে।


কণে দেখা রোদ্দুরে - লজ্জাবনত রাঙ্গা অধরখানি তোমার আজও চোখে ভাসে
আনমনে দেখে যাই কল্পবিলাসের উদাসি হাওয়ায় ভেসে ভেসে,
আমি যে শরীরি আজও তুমি অশরীরি, দুজনায় রই দুই দেশে!!
---------------------------------------------------
অমিতাভ (২৪.১০.২০১৬)বাড়ি, বেলা ১-৩০
Like
Comment