ধুলিধুসর কর্দমাক্ত হয়ে সারা দেহে
কতনা যৌবন রঙ্গিন স্বপ্ন নিয়ে নীরবে লুটায়,
ঝরে পড়া অসহায় হলুদ করবীর মত ।


বড় অবহেলা ভরে ওরা ধুলো মাখা গায়
ইতস্তত বিক্ষিপ্ত  পড়ে মাটিতে লুটায়,
ক্ষামখেয়ালি বাতাসের গড়ানো হাওয়ায়।


কত নবীন স্বপ্নকে দেখি নিমেষে মিলায়
ফুটতে পারেনা কত ফুল –
অকালে শুকায় ডালে অগনিত কুড়ি আর আধফোটা ফুল!


চারিদিকে ক্রন্দন, আকাশে বাতাসে বিষ
ক্রমশই কারা ওরা করেই চলেছে বপন -
ঘৃনা আর বিদ্বেষের বীজ !


কান পেতে শুনি আজ ধরণীর বুক ফাটা নীরব ক্রন্দন
বুকের ভিতরে তার অশ্রুনদী বয়
অবিরাম অদৃশ্য ফল্গুধারা হয়ে।


হে জীবন হে সময় – জানি চলমান গতিময় তুমি
চর্মচক্ষে তারে দেখে এও জানি আজ
ভগ্ন হৃদয়ের ক্ষত নিয়ে পিছে পড়ে রয় কত আহত যৌবন,
পারেনা উঠতে আর
মহাজীবনের ওই সোনার তরীটিতে !
এ’তোমার কী ক্ষেয়াল, কেমনই বা এই পথ চলা?
-------------------------------  
অমিতাভ (৮.১১.২০১৬)