একদিন একটা সম্পর্ক গড়েছিলাম কোমলগান্ধারে,
ভালবাসার রেশমি সুতো দিয় মালাখানি গেঁথে,
ছড়িয়ে দিয়েছিলাম আমার যত আলো রং রূপের নিখার
সুগন্ধ ছড়িয়ে।


সাদরে আহ্বান করে তারে ফুটতে দিলেনা সেই ফুল,
বৃন্ত থেকে ছিড়ে তারে সাজালে সুরম্য ফুলদানিতে
নিজ হাতে ছিঁড়ে ওই আধফোটা ফুল ভরে নিলে প্রাণভরে
তার সুগন্ধ, কোমলতা যত -
বড় কাছ থেকে দুমড়ে মুচড়ে দুই বাহুতে তোমার।
একটুও ভাবলেনা তুমি ওই ফুলের কথা, কি করে ফুটবে সে ?
সাজিয়ে রাখলে তারে প্রাণহীন করে সুরম্য ফুলদানিতে।


অচিরেই শুকায় ফুল আধফোটা হয়ে ,
কি অবলীলায় তুমি ভুলে গেলে তারে।
ভুলে গেলে একদিন তুমিই বেসেছিলে ভাল,
করেছিলে নিবেদন অনেক মিনতি করে - সে তো ফুল নয় তুমি।


আজ সে যে ঝরা ফুল, অসময়ে নিষ্প্রাণ
আধফোটা পাপড়ি তার লুটায় ধুলায়, বড় অসহায় হয়ে।
তুমি কত নির্বিকার হয়ে ভুলে যাও তারে,
সাজাও নুতন নুতন ফুল ওই সুরম্য ফুলদানিতে তোমার।


কেন এই প্রবঞ্চনা?
কেন হত্যা করলে বল  নির্মল সুকোমল ভালবাসাকে আমার
ওই কালো হাত দিয়ে?
নীরবে শুকায় ওই আধফোটা ফুল ধুলায় লুটিয়ে  যত অপুর্ণতা নিয়ে !
------------------------------------------
অমিতাভ (৯.১২.২০১৬)