আজও তো আছি তাই শুধুই বলে যাই
আজও তো আছি তাই দুঃখ সয়ে বাঁচি তাই,
আজও আছি তাই এত কোলাহল সোরগোল কত শিহরণ!
চর্বন রেচন যত মন্থন মৈথুন!


কি অর্বাচিন নির্বুদ্ধিতা !
নিশান উড়াই যত আমার আমার করে
আমার আমিত্বের যত 'এক্সিবিসন'!


থাকবোনা কাল আর নিয়ে যাবে মহাকাল –
কোনও এক অনন্ত নিঃশব্দতায়।
এই আমি হয়ে যাব ইতিহাস কাল ,
ক্রমান্বয় বিষ্মরনে হব বিস্মৃত!
---------------------
অমিতাভ (২২.১২.২০১৬)