শোন ওরে শোন তুই চামেলী
মন খুলে আজ তোকে বলি
তুই যে আমার নীল আকাশের কোলে ওড়া
সাদা উড়ো মেঘ
সবুজ মাঠের খেলার সাথী
তুই মাচার ঝিঙ্গে ফুল,
দীঘির ধারে সদ্য ফোটা
তুই নীল কল্মি ফুল।


তুই যে আমার -
রাঙামাটির বাঁকা পথে,
ধানের ক্ষেতে ডানা মেলে
কিংবা হিজল বনে রৌদ্রছায়ায়
তিরতিরিয়ে উড়তে থাকা
হলুদ প্রজাপতি ।


তোকে নিয়েই স্বপ্ন আঁকি -
চলার পথের তুই যে সাথী
আমার আলোর দিশা তুই।
দুদিনের এই রঙ্গশালায়
তোর পাশে তোর উষ্ণ ছোঁয়ায়
আমার দৃষ্টিপ্রদীপ তুই।


শোন না ওরে শোন ওরে তুই -
বাউন্ডুলে চালচুলো ছাড়া
জল ফড়িংয়ের মতই আমার
ভবঘুরে জীবনটাতে
আমার পান্থশালা তুই।
------------------------
অমিতাভ (১৮.১২.২০১৬)