বেশ তো কাটছিল আমাদের দিন রাতগুলো
দুজনের তৈরি করা ঘর গেরস্থালির টুকিটাকি নিয়ে,
হাসি আর গান নিয়ে মান অভিমান নিয়ে
জানালার ফাঁক দিয়ে জোৎস্নার হাসি নিয়ে
দুদিনের খুঁটে খাওয়া এই সংসার ...


হটাৎ যে কি হল ?? কেঁপে ওঠে মাটি
সরে সরে যায় সাদা মেঘেদের সারি
দুর হতে আরও দুরে সরে যায় নীল
আকাশ মাটি আর সবুজ প্রান্তর,
শিমূলের বীজ যায় উড়ে হেমন্তের হাওয়ায় হাওয়ায়
কোথায় যে মাটি জল, খোঁজে তার ঠাঁঁই !


আমার ইচ্ছে অনিচ্ছাগুলোর কথা কিচ্ছু না ভেবে
থাকতে দিল না আমাকে কিছুতেই আর ...


মাঝপথেই চলে যেতে হল যে আমাকে
সব ছেড়ে দিয়ে - দুনিয়ার বার ...


নিস্তব্ধ নিঝুম রাতে শুনি ফিস ফিস ধ্বনি
তারই কথা বলে যায় হাওয়া এসে কানে
লিপিবদ্ধ করে চলি আমি ...


উপায় নেই প্রিয় – তাই নিচ্ছি বিদায় ,
তবে জেনো ভুলবো না কোনোদিনও তোমাকে যে আর ...
ইতি – তোমার
----------------------------------------------
তার কথা বলে যায় , লেখে - অমিতাভ (১৪.১.২০১৭)