ঋদ্ধ হয়েছি কিনা আমি - জানিনা মোটেই
তা ছাড়া এই আমি বলারই বা কে?
সে তো বোলবে সময় সমাজ
আর তোমরা সবাই।
তবে হ্যাঁ বৃদ্ধ হয়েছি আমি আজ-
ফেলে আসা পাতা ঝরানোর বছরগুলো গুনে,
বিরল কেশ, শ্লথগতি, কুঞ্চিত অমসৃন চর্মশোভায়।


বসন্তের আবর্তন, ফাগুনের রং কিংবা
আশ্বিনের উড়ো মেঘ গুনেছি অনেক
ভেসেছি সুগন্ধ সৌরভ নিয়ে চুর্ণি মেঘে মেঘে,
আনন্দ প্রেম অবাধ্যতাকে সঙ্গি করে নিয়ে -
পরিব্রাজনে এক চঞ্চল মধুকর।


এরই পরে পরিচয় উতল হাওয়ার সাথে
কালো মেঘ অন্ধকার বৈশাখি ঝড়।
তাড়া করে যায় ওরা হারাবার ভয়
ঝোড়ো হাওয়ায় ক্রমেই খসে পড়ে দেওয়ালের চুন বালি
রাজগৃহের অভ্যন্তরে দেখি ইটের পাঁজর খালি
দৃষ্টির গোচরে আসে নিভু আলোয় ধুলিময় ধুসর কানাগলি।


বারান্দার আলসেতে লাগে গোধুলীর রং
ধরণীর স্বচ্ছতায় পড়ে ছানি
একান্তে বসে দেখি আনমনে নিরজনে পাতা ঝরা সন্ধ্যা সকাল
মরচে পড়া ফাগুনের রং আজ ধুসর ধুসর।
--------------------------
অমিতাভ (২১.০১.২০১৬)