যেদিকেই ফিরি যেখানেই চাই
কেন বারে বারে শুধু তারে দেখে যাই ?
খরতাপে রোদ্দুরে, রাত্রির শেষ যামে
তারে যে দেখি আমি জোনাকির জঙ্গলে হিজলের ভিড়ে।
শয়নে স্বপনে তারে জাগরনে নীদ্রায়
সে আমার দুনয়নে তারায় তারায়।
রাতের গভীরে দেখি ... ভোরের শিশিরে তারে
আনন্দ উচ্ছাসে দেখি বিষন্নতায়।
সোনামাখা রোদ্দুরে জোছনার বন্যায়
নিরজনে নিভৃতে আলেয়ার বেগে ধায়,
কেন যে বোঝেনা মন মানেনা বাঁধন
অবাধ্য দুই চোখ শুধু তারেই দেখে যায় ছায়ায় মায়ায় ...
---------------------------
অমিতাভ (২৭.১.২০১৭)