ঘুম ভাঙ্গে ভোর হয়, আদুরি সকাল
মিষ্টি হাওয়ারা এসে দোলা দিয়ে চলে যায়
শিশির বিন্দুরা হাসে ঘাসের পাতায় -
উজ্জ্বল স্ফটিকের মালার মত।
রঙ রূপে সেজে ওঠে ফুলেরা সকল
ডালে ডালে ফোটে ফুল - পাতা চঞ্চল।
মন্দ বাতাস বয় কানে কানে বলে যায় বসন্ত এসে গেছে।
সোনালী ডানা মেলে  ওড়ে শঙ্খচীল
হেসে ওঠে আকাশ বাতাস চরাচর।
বসন্ত এসেছে ফিরে, উতলা এ’ধরণী তারে করে আবাহন
চারিদিকে কলরোল, আনন্দে মেতেছে ভুবন।
এসেছে ফাগুন মাস পলাশে লেগেছে রং জেগেছে শিমুল,
সাজো সাজো রব তোলে কৃষ্ণচুড়া।
বসন্ত এসে গেছে রঙে রঙে মাতলো ভুবন।
-----------------------------------
অমিতাভ (১.২.২০১৭)বাড়ি, সরস্বতী পুজার দিন