সংসার, সম্পর্ক ভাঙ্গে, ভাঙ্গে নদীর পাড়
ঢেউয়ে ঢেউয়ে চাঁদ ভাঙ্গে
জোৎস্না ভেঙ্গে বয়ে যায় রূপোলি জলের ধারায়।


যতই গড়ি তারে সযত্নে সমাদরে
ভাঙ্গনেই মুক্তি যেন তার।
ঢেউয়েরা ভেঙ্গে যায় ভেঙ্গে যায় দিন
এ’জীবন ভেঙ্গে যায় মরণের পার।


ভাঙ্গতে যে হবেই তাকে যেভাবে যখনই হোক
ভাঙ্গনেই লুকিয়ে আছে জীবনধারা।
সৃষ্টি যে বসে রয় ঠিক তারই পর
নব পত্র নিয়ে তার অধির অপেক্ষা ...
----------------------------------
অমিতাভ (৩.৯.২০১৬)