কাল -
আমার শৈশবের সেই শিতের সকাল
এক মুঠো সোনারোদ্দুর নিয়ে সাথে খড়ের গাদাটা !
পাশেরই ওই মাচানটায় হলুদ ঝিঙে ফুল
কল্কা আঁকা সুতির চাদর মুড়ি দেওয়া আমি -
সাথে ফড়িং ওড়া ভোর , ছোট্ট আমি বিভোর ...


আজ -
হারিয়ে গিয়েছে আমার সোনালী সেদিন কত স্বপ্ন রঙিন
শিশির ভেজা পায়ের নিচে আমার ভিটে মাটিটাও।
আমিতো হয়েছি তালেবর পায়ের নিচে শুধু পিচ আর পাথর
চারিদিকে ইট কাঠ পাথরের উঁচু উঁচু বাড়ির পাহাড় আর শহুরে জঞ্জাল।


ছোট হতে হতে এখন বরাদ্দ আমার
এক চিলতে আকাশটুকু - কোণের ওই জানালার ওপার।
আধুনিকতার ঘেরাটোপে - বন্দী জীবন শিকল বেড়ি
পরাধীনতার বেড়াজালে আপষ করে আজ বেঁঁচে থাকি ...
--------------------------------------
অমিতাভ (১৩.২.২০১৭)