ফাগুনের রোদ ঢলা অস্তরাগের কোলে
আলোকোজ্বল আরেকটি দিন যায় ঢলে ।
আঁকা বাঁকা লাল পথ আঁধারে হারায়
দিগন্তের অন্তরালে রক্ত মেখে গায় -
বকেদের পাখায় পাখায়।
দখিনি হাওয়া বয় বিদায়ি বেলায়
আকন্দ আর হাসনুহানার মিথুন।
ত্রস্থ পায়ে ফিরে যাই ঘরে গাভীরাও ও’পথে কুলায়,
গলার ঘন্টায় বাজে অলস ধ্বনি।


আঙ্গিনায় সহস্র চাঁপার নিচে সন্ধ্যা নামে ধিরে
পিদীমের আলো হাতে দেখি তুলসিতলায় –
মাকে আমার লাল টিপ ঘোমটা মাথায় ।


ঝিঁ ঝিঁ ডাকে নিরালায় জোনাক জ্বলা রাতে
দুরের ওই বনে সাল শিরিষের মাথায় - হেসে ওঠে চাঁদ,
তারা ভরা আকাশের নীল জোছনায় ।
মায়াবী রাত নামে শুকতারা স্বাতীদের সাথে
নিরবিচ্ছিন্ন ছায়ায় মায়ায় ...
-----------------------
অমিতাভ ( ১২.৩.২০১৪)