আমার নীরবতায় সরব যে তুই
আলোর বাতিদান,
আমার মনের আকাশ জুড়ে যে তুই
করিস অধিষ্ঠান।


সুমধুর ওই কণ্ঠধ্বনি
তোর রাতুল পায়ের রিনিঝিনি
পারবনা যে ভুলতে আমি
দুই হৃদয়ের একাত্মতায় স্বপ্নিল অভিযান।


নদীতীরে বনপথে তন্দ্রাহীন রাতনিশীথে
তারার আলোয় অমানিশায় কে ডাকে আমায় ?
অন্তরে বাহিরে আমার পার্থিব এই চলার পথে
সুর তুলে তুই বাজিস সদাই আমার মনোবীণার তারে।


প্রাণের মাঝে আছিস যে তুই গানে গানে ভেসে,
ঝরা ফুলের আবেশিত সুগন্ধ ছড়িয়ে।
_______________________
অমিতাভ (২৯.৪.১৯)