শাপলা পুকুর, ঝিঙে ফুল
আর হাসনুহানার সাথে,
ছিলাম মগ্ন হয়ে পাহাড়তলি নিয়ে ।


ওখানে শিশির ভেজা তাজা ভোর,
আছে সজীবতা ,
আছে নীল সবুজের মন্থনে প্রাণের উচ্ছাস ।


আছে সুগন্ধ ছড়ানো ফুলের অম্লান হাসি ,
নেই আতর ফরাসি ।
আছে বিশুদ্ধ বাতাস তারে নিতে বুকভরে ,
নেইতো কোথাও কোনও দেখনদারি।


এখানে দেখেছি জীবন, প্রকৃতির শৃঙ্গার, সুন্দরের মেলা ।
সোনালী সকাল, নীল জোছনার আহ্বানে
পেয়েছি অমেয় তৃপ্তির বিরল আস্বাদ ।

দেখেছি অস্তাচল -
দূরে ধানের ক্ষেতের শেষে দিগন্তরেখায় ,
দেখেছি নীরবেই আলোকের আঁধারে গমন  ।
_______________________
অমিতাভ ( ১৪.১০.২০২১)
পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে