আকাশ পারে দিগন্তে ওই ভোরের রবি জাগে
বৃষ্টি ধোয়া অমল প্রভাত বড় সবুজ নবীন লাগে,
বড়ই কাঙ্খিত সুবিমল ধরা এমন পরিচ্ছন্ন ভূষণে।


মুছে যাক যত ধর্মান্ধতা, বিরোধ বিদ্বেষ
হোক পরিচ্ছন্ন অন্তরতর, মুক্ত ঋজু মন।
হোক উন্নতশির সফল সবল এক সদাসুখী সমাজ।
_________________________
অমিতাভ (৮.৭.১৮)