বিষের ছু্রি যতই রাখিস
গুটিয়ে আস্তিনে,
হোকনা যতই চুলোচুলি
ঝগড়া দিনে রাতে!


পারবি কি তুই ভুলতে আমায়
কিংবা আমি তোকে?
পারব কি কেউ মজতে নতুন
গন্ধ আপন করে, মৃগনাভী ভুলে?


ওরে ঝগড়ুটি তুই কতটুকু জানিস রে আমার?
দে না তুলে সাজিয়ে আমায় 'হেমলকে' গ্লাস ভরে,
দেখিস কেমন তৃপ্তিতে পান করে নেব তোর হাতের ঐ বিষ
নিঃসন্দেহে কি পরম সুখে  অমৃতজ্ঞানে !


ঝগড়াটুকুই দেখলি শুধু তুই?
দেখলি না মন দেখলিনা রে আত্মসংযম।
দেখলি মেজাজ দেখলি খোঁটা দেখলিনা তুই
অনন্ত প্রেম ভালোবাসা তুইঅন্ত প্রাণ?


অন্তরের দুচোখ খুলে দেখিস সে প্রেম কতখানি পবিত্র অম্লান,
সেইখানে তুই অধিষ্ঠিতা একচ্ছত্র আধিপত্যে
নেই সেখানে ঝগড়া কোনও নেই ভ্রুকুঞ্চন,
আছে এক আকাশ ভালোবাসা অমল প্রেমের পবিত্রতা -
ঘুচবে যে তোর সকল অভিমান।
______________________
অমিতাভ (৪।৬।১৯ )