আমি যে পুরুষ সেতো নয় মিথ্যে
শৈশব কৈশোরের পথ হেঁটে আজ আমি সাবালক
জ্ঞান বুদ্ধি দিয়ে ভাবতে শিখেছি কিছু - নিজের মত করে,
খাওয়া পরা শোয়া চাই তবে তারও আগে আজ আমার
চাই উষ্ণ কোমল নেশাতুর নারীর পরশ - আমি যে পুরুষ!


নারীকে ভালবাসতে চাই, নারী সঙ্গ পেতে চাই
চাই নারীদেহ, ভালবাসা, তার সুকোমল মন,
চাই তার বড় প্রিয় কান্খিত পুরুষ হয়ে
তাকে বড় আপনার করে পেতে ।


চাই আমি সেই নারীটিকে ...
যে আমার আবেদনে নিবেদনে অনুরোধ অনুনয়ে আমার জ্ঞান গুন ব্যবহারে সম্মত হয়ে
বাড়িয়ে দেবে তার কোমল দুটি হাত - উষ্ণতায় আভরণে ।


আমি পুরুষ নইতো সমকামী
সুস্থ আমি চেতনাতে, ভালবাসি নারী ।
চাই তোমাকে আমি বড় আপনার করে প্রেমে,
তোমাকে যত প্রাপ্য সম্মান ও সমান অধিকার দিয়ে।


নারী - তোমাকে আমি যে পরম বন্ধুরূপে চাই
তোমার নরম দেহ ? হ্যা অবশ্যই চাই,
তবে দাঁড়িয়ে একই মাটি একই সম্মানে
একই সুযোগ একই নিয়মের সমান অধিকারে।


সে যদি হয় সুশোভিত ফুলের সৌরভে
ফলভারে হয় সে অবনত,
নিজেকেও যে ভাবতে পারি -
আমি বয়ে চলা এক সরব নদী,
আমার আছে গভীরতা
আছে ঢেউয়ের উচ্ছাস।


ওগো নারী - আমি যে তোমার প্রেমে আমিশ গন্ধে
হারাতে চাই নিরুদ্দেশের দেশে ।
তোমার মধুগন্ধ নিয়ে হব মাতাল, প্রেমিক বেসামাল,
হারিয়ে যাব প্রেম প্লাবনে তোমার উষ্ণ ছোঁয়ায় ভেসে ।
ভাসতে চাই ভাসিয়ে তোমায় ভাসার আনন্দে,
নিখিলের ওই নীলের নীচে - মগ্নমাধুকরি ।
______________________
অমিতাভ (২২.৪.২০২০)


** সবাই ঘরে থাকুন, সরে থাকুন,
     সুস্থ থাকুন সুস্থ রাখুন।