রাতের গভীরে চোখের পাতারা আজ করেছে বিদ্রোহ,
বন্ধ করবেনা ওরা চোখ, ঘুমোতে এবেনা ওরা আমাকে যে আর।
জানি তুমি বিদেহী আজ, হয়েছ অদৃশ্য তুমি যে অধরা,
তবুওতো রয়েছ কোথাও নির্ঘাত, অবিনাশী আত্মাকে নিয়ে!


তাই বলছি তোমায় -
জানো আজ সেই ভালোবাসায় সম্পৃক্ত হয়ে মিলনের দিন?
পুর্ণশশীকে দেখ আকাশে বিছিয়ে দিয়েছে তার জ্যোৎস্না চাদর।
তারাদের সাজিয়েছে শামীয়ানাতে - আলোর জোনাকী করে রাতের আঙিনায়।
তুমি কি দেখছোনা অন্তরের উজ্জ্বল আঁখি দুটি মেলে এ'রাতের এই মধু জোছনা?
সুখের তরণী বেয়ে এমন দিনে দুজনায় ছিলাম কেমন মগ্নতায় মুখরিত,
তাকে যে ভোলা বড় দায়।
অবয়বে নেই তুমি জানি তবু কেন এই অন্তহীন আহ্বান?
দেখ - আজও কেমন ফুলেরা মেলে আছে পাপড়ি, উদ্ধত পরাগ রেণুতে সাজিয়ে,
সুগন্ধ ছড়িয়ে তার - শিশিরের কণা মেখে কেমন অমল হাসিতে!


এসোনা এসো প্রিয় - বাড়িয়ে রেখেছি দুই বাহু আমার
মুঠো ভরা অম্লান ভালোবাসা নিয়ে, অঞ্জলি দেব বলে রয়েছি দাঁড়িয়ে।
জানি আজ তুমিও রয়েছ অধির হয়ে-
বুকের ভিতরে লালিত অনির্বান ভালবাসা নিয়ে।


ভয় নেই কেউ দেখবেনা তোমায়,
এখন যে নীদ্রায় মগ্ন পৃথিবী নিশুতির এই নিশিযামে ।
এসো পুণ্য হই শুদ্ধ শিশির কণায় ভিজে,
মখমলি পাপড়ির নরম ছোঁয়ায়।
এসো ভালোবাসাকে করি বন্দনা একবার
নিভৃতে এই নিরালায় - আজিকার এই রাত কুয়াশায়!
---------------------------------------------
অমিতাভ(১৪.২.২০১৮)বাড়ি, রাত ১১-৫০
( in Velentine's night)