তোমার সঙ্গে নেমেছি এক যুগ্ম অভিযানে,
সেই জন্মলগ্ন হতে, হাত মিলিয়ে হাতে।
সেও তো হয়েছে দেখি গত,
আজ কত দিন মাস বছর বিগত,
কত রঙে রূপে রসে - প্রজাপতি মন নিয়ে
কখনও বিরহে কখনও বা বিষণ্ণতায় তোমার,
কতনা আদরে আহ্বানে আনন্দ অবহেলায় ।
বিচিত্র সঙ্গী তুমি, বড়ই ছলনাময়ী রঙ্গিনী - তুমি হে জীবন।
রঙ্গ কর তুমি চটুল চপল নায়িকার মত।
কতনা লোভাতুর ইশারা তোমার কি যে প্রগলভ,
কর আহ্বান তুমি শৃঙ্গার রসে, স্বপ্ন বিলাসে !
মাতাও নৃত্যগিতে কত রঙ্গ তামাশায় তুমি, তামসিক নেশায়।


অতঃপর ?
শুধু ব্যথা দিয়ে যাও, ন্যুব্জ করে এই মন, কুব্জ করে দেহ,
একে একে হারাবার যত অসহনীয় পাথর আর অন্ধকার চাপিয়ে ।
ভরে দিয়ে যাও প্রাণ অস্থিরতায় ,
ঘন কুয়াশায় ঢেকে সামনের ঐ পথে শুধু হাহাকার ।
দুয়ারে দাঁড় করিয়ে দাও একান্ত অনুগত রক্ষিকে তুমি,
হাতে দিয়ে চিত্রিত কালো চাদর তাহাকে ।
অপেক্ষায় - সে কখন এসে ছড়িয়ে দেবে তার
তোমাকে দেওয়া অঙ্গিকার - ঘনঘোর নিশ্ছিদ্র শুধু অন্ধকার,
জড়াবে আমাকে তার শিতল পরশ দিয়ে সাথী নির্জন অজানা যাত্রায়।


কি বিচিত্র মোহময়ি রঙ্গিণী তুমি,
বড় পরিচিত হয়েও কত অপরিচিত তুমি হে জীবন !
___________________________
অমিতাভ (৩১.৩.১৯)