দেবোনা কোনোওদিনও
রাংতায় মোড়া গোলাপ তোমাকে ভালোবেসে ।
তোমাকে সাজাতে চাই
এক গোছা তরতাজা হাসনুহানার থোকা ফুলে,
সযতনে সাজিয়ে ওই কবরি তোমার।


বন্য হতে চাই আমি,
সভ্যতার মেকী আবরণে আবৃত নয় ।
চাই তোমাকেও আমি
শবরীর মত - প্রাকৃত রূপে,
নিরর্থক চাকচিক্যে বিকৃত নয় ।
_________________
অমিতাভ (১৬.১১.২০১৭)