নির্ঘাত হয়েছে কোথাও বড় অনিয়ম - বড্ড বেশি ঘাটাঘাটি
কিংবা হয়েছে কোনও নির্মম চিকন চালাকি ।
ক্রমান্বয়ে হয়তো বা হয়েছে পুঞ্জিভূত এক বিশাল ভাগাড়,
আমাদেরই মন থেকে অবিরত উগরানো যত - সভ্যতার অসভ্যতাগুলো থেকে ।


মদ্য সেবন ? সেও তো মন্দ নয়
আদিকাল হতে প্রচলিত দেখি সোমরস কিংবা সুরাপান যত আনন্দ মৌতাতে -
কল্পিত ঐ স্বর্গ নরক কিংবা ইহলোকে ।
তবে অতিপান ইতি হয় বিস্ফোরণে - যত পুতিগন্ধ ছড়িয়ে ।
ভুরিভোজনও তো মন্দ নয়,
তবে অতিভোজনে জানান দেয় প্লীহা,
অকালে দাঁড়ায় এসে শিয়রে সমন - মরণের তরে ।


মানবচেতনার গাত্রে দেখি পুরু শৈবাল স্তর,
আঘাত হানেনা আর চেতনায় তার , লুপ্তপ্রায় যত সুক্ষ অনুভুতি ।
নির্ঘাত হয়েছে কোথাও বড় অনিয়ম - বড্ড বেশি ঘাটাঘাটি
কিংবা হয়েছে কোনও নির্মম চিকন চালাকি ।


যুগান্তকাল ধরে দেখি ধর্মের ধ্বজা হাতে বড্ডবেশি রাহাজানি ,
কর্তৃত্বের লোভ, ঘৃণা ও বিদ্বেষের নৈবিদ্যে সাজানো প্রর্থনাগৃহে দোলে চামর উস্কানির !
পরশ্রীকাতরতা আর উন্নাসিকতা ওড়ায় পতাকা দিকে দিকে -
ধরাশায়ী নির্বাক মানবতার রক্তাক্ত বুকের উপর ।


বড়ই অসুস্থ এক বিভ্রান্ত মানব সমাজ আজ পৃথিবীর বুকে ।
অসহায় মানবতা পায়ে পায়ে চলেছে দেখি বলি হতে ঐ হাড়িকাঠে - উলঙ্গ সে ধুলায় মলিন ।
______________________________
অমিতাভ