সবার চোখে ধুলো দিলেও
পারবিনা তুই ধুলো দিতে
নিজেকে যে নিজে !


অন্তরকে রাঙ্গিয়ে কালোয়
তার উপরে বাস্তু বানাই
রং বেরঙ্গি মেকি পোশাক, নীলবর্ণে সেজে।


কি হবে এই রং মেখে সং সেজে নিজে
আওড়ে বুলি গুরুগম্ভীর
ধর্ম রাজনীতির ?


কলুষ হয়ে যতই করি দোয়া তাবিজ, পুজা উপোস
হে ভগবান আল্লাহ্ খোদা ঈশ্বর ঈশ্বর,
ভবি ভোলার নয় ।


মুক্তি নাই মুক্তি নাই  
মুক্তি যে নাই এমনতর মেকিপনায়
নির্ঘাৎ নিশ্চয় ।


ওরে - পাপমুক্ত শুদ্ধ মনের
মালিক যদি হস,
তুইতো নিজেই অধীশ্বর ।
----------------------------------
অমিতাভ (১৬.৬.২০১৭)