মাটির লক্ষী পায় যে পূজা
ধূপে দীপে সাড়ম্বরে শঙ্খ ঘন্টা উলু ধ্বনিতে।
চলমান লক্ষীদের দেখি
কত যে গৃহছাড়া, হৃদয়হারা ছিন্নবস্ত্রে দুয়ারে দুয়ারে ।
দিশাহারা তার রিক্ত দেহ
ভরে ওঠে লোহিত শোনিতে।


মাটির লক্ষী ধনদেবী , তিনি সিংহাসনে সালঙ্কারা,
ধরণীর লক্ষীরা কত -
চার দেওয়ালের কোঠার ভিতর বন্দীনি সে সর্বহারা,
অশ্রুসজল দুই নয়নে মরছে কত অবহেলায় ।
অবলীলায় লুন্ঠিত হয় রক্ত মাংস লজ্জা যত -
তার ওই নরম দেহতনু হতে।
লুন্ঠিত হয় কত নারী দিবালোকে অন্ধকারে নীরব সাক্ষী হয়ে,
বিচার প্রহসন হয়ে কাষ্ট হাসি হাসে।


ওদিকে পুষ্পাঞ্জলি ভক্তিভরে -
ঢাক ঢোল জগঝম্প ভগবতী মন্দিরে,
ভক্তরা লুটিয়ে পড়ে মায়ের চরণধুলা নিতে।


বড় হাসি পায়, লজ্জায় মাথা হয় নত
যখন দেখি রক্ত ঝরে
জবা আর করবিদের বুক চিরে
ওদিকে কি ভক্তিভরে ঘরে ঘরে
আজও মাটির লক্ষ্মী পায় যে পূজা
ধূপে দীপে সাড়ম্বরে শঙ্খ ঘন্টা উলু ধ্বনিতে।
_________________________
অমিতাভ ( ১৪.৫.২০১৭)