শীতের চাদরে মোড়া
কুয়াশাছন্ন নিশীথের নিঝুম ওই পথ চলেছে সম্মুখে
অসচ্ছ আগে পিছে ধোঁয়াশা পথের দুই ধার ।
ধোঁয়াশা দেখি আমি -
আমারও আগামি দিনের চলার পথনির্দেশ ।


রাতের নিকষ অন্ধকারে দেখি কাঠ  
খড় পাতা দিয়ে জ্বলা আগুনের জলসা আসর,
মানুষে কুকুরে দেখি গায়ে গায়, ওরা ওম নেয় ।
অসংলগ্ন পা দুটো বিক্ষিপ্ত বাউল মন নিয়ে
বিচ্ছিন্ন আমিও চলেছি পায়ে পায়,
নিভু আলোয় ঝিম ধরা নিঃসঙ্গ রাতে
ঘুমন্ত বাড়িগুলোর দেওয়াল আর আমি গায়ে গায় ।


হারিয়ে গিয়েছে প্রেম প্রীতি ও ভালবাসা
সোহাগী আশ্রয়ের প্রিয় সম্বল ভরসার সামীয়ানাটুকু ।
কতদিন হয়ে গেল আজ, নাওনা তো খোঁজ তুমি আর
প্রেমও কী হারায় তবে , যায় সে ধিরে ধিরে মুছে ?
ভেসে গেছে ওরা শ্মশানের উড়ো ওই ছাইয়েদের সাথে সাথেে। ।


রাতের নিঝুমে ক্লান্ত ঘোলাটে এই মন ও আঁখিপল্লব ,
ওরা অবাক হয়ে দেখে  - আজও তো রয়েছে কিছু সাথী ।
নিশীরাতের অন্ধকারে -
এই অসংলগ্ন বেসামাল ছন্দহীন বাউন্ডুলের একেবারে পাশে,
কত সুন্দরী, সাবেকি, অথবা নিঃসম্বলা পাঁজর খোলা,
একদা সুরম্য বাড়ির ওই দেওয়ালগুলো আর আমি এখন গায়ে গায় ,
ওরা বাড়িয়ে দিয়েছে কাঁধ নিঃশব্দে বিনা বাক্যব্যয়ে -
দিশাহীন আহত আমাকে ।
নীরবে বলে ওই সারিবদ্ধ দেয়ালগুলো
বন্ধু - প্রাণ আছে কিন্তু এখনও ওই দেহে,
চলতে যে হবেই তোমাকে,
শক্ত করে ধর আমাদের, যাও -
যাও ফিরে , এগিয়ে চল - দেখ অন্তিমকে সজ্ঞানে ,


রাতের নিঝুমে দিশাহীন বেসামাল আমি
অনুভব করি ওই একান্ত প্রিয় সাথীরে আমার -
বিবর্ণ শেওলা ধরা ওই দেয়ালগুলোকে ।