এক কোণে নিভৃতে
শুকসারি হয়ে,
বিজনে কুজনে কত
সুখ দেয়া নেয়া,
বৃষ্টিভেজা জলমগ্ন ওই
ভোরের বেলায়।


যেন ভোরের শিশির গায়ে মেখে
টুপ টাপ ঝরে পড়া শিউলির মত।

সুখ ওই ঝরে পড়ে
সুগন্ধ ছড়িয়ে তার,
ধরণীর বিছোনো চাদরে।


ঘন কৃষ্ণ কেশদাম এলোকেশী রূপে
ছড়িয়ে পড়েছে শান্ত ছায়া নীড় হয়ে,
চূর্ণ কুন্তলে সাজিয়ে নিজেরে
অপরূপা মোহময়ী মায়াবিনী করে।


অনিন্দ সুখ ঝরে পড়ে আজ যে হরষে
ইলশেগুড়ি বৃষ্টি হয়ে অঙ্গে অঙ্গে মেখে।
______________
অমিতাভ(৮.৬.১৮)