মেঘের ভেলায় যাই ভেসে আজ বৃষ্টি নিয়ে সাথে
এলোমালো পাগলপারা মাতাল হাওয়ায় বয়ে,
তোকে দেখে ওরে প্রিয় পড়ছি ঝরে বৃষ্টি হয়ে
মুখর হব বলে - আজ ভরা এই শ্রাবণে ।


ফোঁটায় ফোঁটায় পড়ছি রে তোর উষ্ণ ঠোঁটের ভাঁজে
তোর নরম গালে, দিঘল তোর ওই আঁখীপল্লবে ।
ভিজিয়ে তোকে পড়ছি ঝরে
তোর ওই সারা অঙ্গ বয়ে - নির্ঝরিণী হয়ে  ।


মাতাল হাওয়ায় লাগল যে দোল বৃষ্টি হয়ে যাই বয়ে,
তোর নদীর ওই নীল গভীরে খরস্রোতে উল্লাসে ,
ভরিয়ে তোকে কানায় কানায় -
তোর হরেক বাঁকের প্রবাহে ।


বৃষ্টি আমি ঝর ঝর ঝরছি রে তোর নদীতে
যাই যে বয়ে মাতাল হয়ে তোর অতলের ওই নীলে...
_____________________
অমিতাভ (২১.৭.২০২২) গৃহকোণ