মৃত্যুর পর কিছু থাকে কি বাকি অতঃপর ?
হয়ত থাকে শিখন্ডি হয়ে ঐ 'এপিটাফখানি',
থেকে যায় যে যায় তাকে নিয়ে হয়ত কিছু গুন গুন কথা,
নিদেন ওই ছবিতে লাগানো কিছু মালা চন্দন,
সাথে ওই ধূপের ধোঁয়ার নির্যাস!
মৃতের তাতে কিবা আসে যায় তার নিন্দায় বা গুণগানে ?
কিংবা তার তোষণে, পুজনে, উচ্চ প্রশংসাতে ?
মৃত আর কখনও তো সেই রূপ, চেতনা মনন নিয়ে
আসেনা যে ফিরে !
বয়েই গেল তার তোমাদের নিক্ষিপ্ত নিন্দায় কিংবা প্রসস্তিতে !


তাইতো চাই এ'জীবনের কার্তিকে কিংবা শীতের শুরুর আগে -
কিছু উজ্বল আলো আর অন্ন জল পেতে ।
পেতে চাই নীল অনন্ত আকাশ বায়ু আর নারীকে চাঁদ -
তারাদের মেলার নীচে সুরভিত সুসমায় , বন্ধুত্ব ও প্রেমের বন্ধনে ।


বিলক্ষণ জানি আছে মরণ সেতো জীবনেরই সাথে,
চড়কের ঘূর্ণির মত ছায়া হয়ে রয়েছে সাথে সাথে, বড় অনিশ্চয়তায় ।


তাই চাই বসন্তের সুবাস আর নবান্নের সুঘ্রাণ নিয়ে,
কোমল বাহুর ছোঁয়া একটু উষ্ণতার পরশ ওই প্রেমের কাছে পেতে।


সময়ের দুর্বার বেগবান প্লাবনে চলেছি ভেসে,
কোনও সংঘাত নয়, নয় কোনও দ্বন্দ
জীবনের ছায়া ওগো মরণ তোমার সাথে,
জানি জীবনের ইতিকথা সম্পূর্ণ করার ভার নিয়ে
অপেক্ষারত তুমি হে মরণ,
সজ্ঞানে জানাই আমি স্বাগত তোমাকে।
_________________________
অমিতাভ (২৯.১১.১৯) বাড়ি, সকাল ৮-০০