ধরণীর বুকে ঘর বাঁধা এক আম নাগরিক -
আমিও করেছি দেখি পার অনেকটাই পথ,
হুম ... নয় নয় করেও তাও তো হয়ে গেছে
নিদেন পক্ষে কয়েক হাজার মাইল বই তো কম নয়,
কিছু লোভের বশবর্তী হয়ে
কিছু আশায় কিছুবা আপন মনে,
কিছু ভয়ে নাহয় চাপে পড়ে,
কিছু হঠকারিতার আপোষে ইন্ধনে ।


এখন দাঁড়িয়ে এ'জীবন পথেরই উপর এক তেমাথার মোড়ে
নীরব নিস্পলক স্থানু উদ্যেশ্যবিহীন - ফ্যাকাসে এক
নিয়ন ল্যাম্পপোস্টের নিচে ।


বুড়োয়নি হয়ত এখনও মন, হয়তো ইচ্ছেরাও কিছুকিছু
তবে বেয়াড়া হয়ে গিয়েছে দেখি এ'দেহের বেশকিছু - কলকব্জা পলেস্তারা,
মস্তিষ্কের ঘিলু আর শিরা উপশিরায় প্রবাহিত
শোনিতের আর নেই সেই রবিনহুড মেজাজ ।
তপ্ত উজ্জ্বল সূর্যও যে গোধূলিতে হারায় তার দৌর্দণ্ড প্রতাপ !
যে অঙ্ক বা ছক নিয়ে এতদিন ছিল যেই দৌড় -
ভয়ে উৎসাহে জয়ের জৌলুসে কিংবা পরাজয়ের যন্ত্রণার প্রতিশোধে,
সব কেমন যেন গোষ্পদে বওয়া মরা নদী সরস্বতীর মত নিষ্প্রভ তারা আজ তির তির !


সোনার মাছিরা ওড়ে ভ্যান ভ্যান করে
নিষ্প্রভ ব্যেবিলন , ওথেলো নিহত
টুটেনখামেনও নিশ্চুপ দেখি পিরামিড নিয়ে বুকে !


মানস চোখে দেখি ভরা চৈত্রের গনগনে দুপুরে চাতকের ওড়া,
বৃদ্ধ শকুন বসে মরা তাল গাছে,
বয়ে চলা অপস্রিয়মাণ নৌকার গলুই হতে ঐ আসে ভেসে ...
রাগ ভৈঁরোর তান শুনি গোধুলির লালে ।


এখন দাঁড়িয়ে আমি এক তেমাথার মোড়ে - ত্রিশঙ্কু হয়ে,
নীরব নিস্পলক স্থানু উদ্যেশ্যবিহীন - ফ্যাকাসে এক
নিয়ন ল্যাম্পপোস্টের নিচে ।
______________________
অমিতাভ (৬.১১.২০২০) বাড়ি, রাত ১ - ১৫